<strong>নয়াদিল্লি:</strong> আইপিএলে এবারের নিলামের প্রথম দিন অবিক্রিত থেকে গিয়েছিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল। দ্বিতীয় দিনের নিলামে একেবারে শেষমূহূর্তে তাঁকে তাঁর বেস প্রাইস ২ কোটি টাকায় কেনে কিংস ইলেভেন পঞ্জাব। নিলামে অবিক্রিত থেকে যাওয়াটা যে তাঁকে অবাক করে দিয়েছিল, তা স্বীকার করে নিয়েছেন গেইল। তিনি বলেছেন, দরজার ভেতরে কী হয়েছিল তা তাঁর জানা নেই। কিন্তু এমনটাই ঘটেছিল। তবে ওই পর্ব থেকে তিনি বেরিয়ে এসেছেন জানিয়ে গেইল বলেছেন, কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলতে পারাটা একটা বড় সুযোগ। এখনও পর্যন্ত দলের সঙ্গে সময়টা ভালোই যাচ্ছে। সম্ভবত এটাই হওয়ার ছিল। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে কেরিয়ার শুরু হয়েছিল গেইলের। ২০০৮ থেকে ১০-এই তিন বছর নাইট ব্রিগেডের হয়ে খেলেছেন তিনি। ২০১১-তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার ডাক পান। আহত ডার্ক নানেসের জায়গায় তাঁকে দলে নেওয়া হয়েছিল। বেঙ্গালুরু দলে সাত বছর খেলেছেন গেইল। ১৫২.৭ স্ট্রাইক রেটে ৪৩.৩৩ গড়ে মোট ৩,১৬৩ রান করেছেন তিনি। তবে ২০১৭-তে ব্যাট হাতে সেভাবে সুবিধা করতে পারেননি তিনি। তাঁর গড় ছিল মাত্র ২২.২২। পড়তি ফর্মের কারণেই বেঙ্গালুরু এবার তাঁকে দলে রাখেনি। গেইলের অবশ্য দাবি, নিলামের আগে বেঙ্গালুরুর কর্তারা তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। কিন্তু এরপর আর কেউ যোগাযোগ করেননি। গেইল বলেছেন, বেঙ্গালুরুর কর্তারা যোগাযোগ রেখেছিলেন। তাঁরা বলেছিলেন যে, আমাকে দলে নেওয়া হবে। কিন্তু শেষপর্যন্ত আমাকে দলে নেওয়া হয়নি। এটা খুবই হতাশাজনক। গেইল একইসঙ্গে বলেছেন, তিনি কোনও কিছুতেই ভেঙে পড়েন না। যে কারুর সঙ্গে লড়াই করতে পারেন। এর আগে সিপিএল এবং বিপিএলে ভালো খেলেছেন-দু-দুটি সেঞ্চুরি করেছি রংপুর রাইডার্সের হয়ে। পরিসংখ্যান তো মিথ্যে বলবে না। ২১ টা সেঞ্চুরি, সবচেয়ে বেশি ছক্কা। এরপরও ব্র্যান্ড ক্রিস গেইলে সিলমোহর না পড়লে, কীভাবে পড়বে! এবারের আইপিএলে বিধ্বংসী ফর্মে সমালোচকদের মুখের মতো জবাব দিয়েছেন 'ইউনিভার্স বস'। মাত্র চার ম্যাচে ১২৬ গড়ে ২৫২ রান করেছেন।
from home https://ift.tt/2rcjHrY
from home https://ift.tt/2rcjHrY
ConversionConversion EmoticonEmoticon